আশ্চর্য যাপন ❑ সাম্য রাইয়ানকেন নেমে আসে চিৎপটাঙনিস্তরঙ্গ ডেউটিন থেকে মৃদুমন্দ কম্পনে!কেন ঝরে যায় খেয়াঘাটে ফোটাশাদা অন্ধকার! জোনাকীরা আলো দিয়েবিগলিত মন নিয়ে চলে যায়।প্রাণের আতঙ্কে প্রাণছুটে পালায়; যায়ধরাছোয়ার বাহিরে। সাম্য রাইয়ান